সৌদি আরবে ওমরাহ ভিসায় থাকা সকল যাত্রীকে ১৮ জুনের মধ্যে (২০ জিলহূল কদর) সৌদি ছাড়তে হবে। ওমরাহ ভিসায় হজ পালনের অনুমতি না দেওয়ার কথাও পুনর্ব্যক্ত করেছে দেশটি।
এক বিবৃতিতে দেশটির হজ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৪ জুনের (১৫ জিলকদ) মধ্যে ওমরাহ পালনের অনুমোদন দেওয়া হবে। এরপর কেউ ওমরাহ পালন করতে পারবে না।
হজযাত্রীদের অভ্যর্থনা জানানো ও তাদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
এর আগে, হজ মৌসুমে অনুমোদন না থাকা বাসিন্দাদের জন্য মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। অনুমতি ছাড়া ভ্রমণকারীদের মক্কার প্রবেশপথ থেকে ফিরিয়ে দেওয়া হবে। ১৪ হিজরিতে হজ আয়োজনের নির্দেশনা বাস্তবায়নে শাওয়াল মাসের ২৫ তারিখ থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়।
Leave a Reply