আন্তর্জাতিক ডেস্ক/ক্রাইম ওয়াচ
অনুশোচনায় ভুগতে থাকা সাবেক একজন ইসরায়েলি সৈন্য অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের একটি গেটের চাবি ফেরত দিয়েছেন। ৫৬ বছর আগে তিনি এটি চুরি করেছিলেন। খবর আনাদোলু।
জেরুজালেমের ইসলামিক এনডাউমেন্টস বিভাগের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, সংস্থাটির মহাপরিচালক শেখ আজম আল-খতিব ইয়ার বারাক নামের এক ব্যক্তি কাছ থেকে চাবিটি গ্রহণ করছেন। ভিডিওতে ইয়ার বারাক বলেন, ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম ফ্রন্টে লড়াই করা ইসরায়েলি ব্যাটালিয়নের অংশ ছিলেন তিনি। ওই লড়াইয়ে তার অনেক কমরেড নিহত হয়েছিল।
বারাক বলেন, লড়াইয়ের এক পর্যায়ে আমি আল-মুগরাবি গেটে (আল-আকসা মসজিদের পশ্চিম করিডোরে) পৌঁছে যাই। একসময় আমি বাম দিকে তাকালে সেখানে একটি চাবি দেখতে পাই। আমি তখন সে চাবিটি কাউকে না বলেই নিয়ে নিয়েছিলাম। চাবিটি আমার পকেটে রেখে দেই এবং সে সময় থেকে চাবিটি আমার দখলে ছিল।
দীর্ঘদিন পর চাবিটির ব্যাপারে তিনি অস্বস্তি বোধ করতে শুরু করেন। তার কেবলই মনে হতে লাগে, তিনি চাবিটি চুরি করেছেন। একপর্যায়ে তিনি চাবিটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন। গত বৃহস্পতিবার চাবিটি ফেরত দিয়ে তিনি বলেন, আমি যে চাবিটি চুরি করেছিলাম তা ফেরত দিয়েছি। আমি এটি তার মালিকদের কাছে ফেরত দিয়েছি।
চাবি ফেরত দেওয়ার বিষয়ে তিনি বলেন, আমি অনুভব করছি, সঠিক কাজটিই করেছি। এমনকি ইসরায়েলেরও উচিত, ফিলিস্তিনিদের জমি, অধিকার, সম্মান, স্বাধীনতা, নিরাপত্তা তাদের কাছে ফিরিয়ে দেওয়া।
সমালোচিত ফ্ল্যাগ মার্চ সম্পর্কে তিনি বলেন, দিনটি তার বছরের সবচেয়ে খারাপ দিনগুলোর অন্যতম। অনেক বছর আগেই তিনি এ অনুষ্ঠানে যোগ দেওয়া বন্ধ করে দিয়েছেন।
উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে। বিষয়টি উদযাপন করতে প্রতি বছর ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পতাকা মার্চের আয়োজন করে।
Leave a Reply