এম নুরুননবী চৌধুরী সেলিম, কুমিল্লা প্রতিনিধি।
বর্তমান প্রজন্মের কাছে সকল আশ্চর্যের এক আশ্চর্য হলো “হারিকেন”। যে বস্তুটি ২০০০ সালের পরে জন্ম নেওয়া অনেক ছেলে- মেয়ে নাম মাত্র শুনেছে কিন্তু দেখেনি কিংবা কেউ কেউ নাম ও জানে না।
তবে বর্তমান ডিজিটাল যুগের সকল অত্যাধুনিক আবিষ্কার কে তোয়াক্কা না করে সেই পুরনো দিনের ঐতিহ্য “হারিকেন” জ্বালিয়ে দীর্ঘ ৬০/৬৫ বৎসর ধরে গ্রামের সাধারন মানুষের সেবা করে যাচ্ছেন মনোহরগঞ্জ উপজেলার ঝলম দঃ ইউনিয়নের মির্জাপুর গ্রামের ডাঃ আবদুল মান্নান।
বর্তমান যুগে বিদ্যুৎ, সোলার বা চার্জারের লাইট না জ্বালিয়ে ও হারিকেন জ্বালানো প্রসঙ্গে ডাঃ আবদুল মান্নান বলেন, ভাই আমি পুরান মানুষ।রোগী দেখি পুরাতন পদ্ধতিতে যা আমার ওস্তাদ (শশুর – কালা মিয়া ডাক্তার) শিখিয়েছেন। বর্তমানে আধুনিকতার নামে টেষ্ট করানো আর সিজারের নামে সাধারন মানুষকে জিম্মি করে যে পরিমান টাকা আদায় করা হয় আমি সে সব কাজকে ঘৃনা করি। তেমনি বিদ্যুৎ আর সোলারের প্রতিও আমার বিশ্বাস নেই, কারন এগুলো কখন যায় তার কখন আসে তার কোন গ্যারান্টি নাই। আমার হারিকেনের গ্যারান্টি আছে। একবার তেল ঢুকালে ২ রাত জ্বলবে নিশ্চিত। আর এটি জ্বালালে আলো চলে যাবার সম্ভনা নাই বললেই চলে। তাইতো আমার এটার প্রতিই ১০০ ভাগ আস্তা রয়েছে।
ডাঃ মান্নানের পুরাতন ঐতিহ্যটি ধরে রাখার প্রশংসা করছেন অনেকেই।
Leave a Reply