,

ThemesBazar.Com

মুম্বাইয়ে নির্মাণাধীন স্থাপনায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫

ভারতের মুম্বাইয়ে বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। বিমানটিতে মোট চারজন আরোহী ছিলেন। এদের মধ্যে দুইজন পাইলট এবং দুইজন রক্ষণাবেক্ষণ প্রকৌশলী। তাদের সবাই নিহত হয়েছেন। অন্যজন আগে থেকেই ওই দুর্ঘটনাস্থলে ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে কিং এয়ারের বিমানটি ঘাটকোপার এলাকার একটি নির্মাণাধীন স্থাপনায় বিধ্বস্ত হয়। মুম্বাই বিমানবন্দর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে থাকা অবস্থায় দুর্ঘটনায় পতিত হয় বিমানটি।

বেসরকারি বিমান চলাচল সংস্থা জানিয়েছে, পরীক্ষামূলক ফ্লাইট হিসেবে জুহু বিমানবন্দর থেকে যাত্রা করেছিল বেসরকারি মালিকানায় পরিচালিত বিমানটি।

দুর্ঘটনার পর প্রায় ঘণ্টাখানেক ধরে আগুন জ্বলতে দেখা গেছে। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে পোস্ট করা ছবিতে দুর্ঘটনাকবলিত বিমানটির ধ্বংসাবশেষ থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।

 

সূত্র: এনডিটিভি

ThemesBazar.Com

     এই বিভাগের আরো খবর