,

ThemesBazar.Com

মেক্সিকোতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৯

মেক্সিকোতে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এতে আরো অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন দমকল বাহিনীর সদস্য এবং দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার আতশবাজি উৎপাদনের জন্য পরিচিত রাজ্যটিতে এ ঘটনা ঘটে।

কারখানাটিতে প্রথম দফায় বিস্ফোরণ ঘটলে দমকল বাহিনী এবং পুলিশ সদস্যরা দ্রুত সেখানে উদ্ধার অভিযানে গেলে দ্বিতীয় দফা বিস্ফোরণে তারা নিহত হন।

ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা হেলিকপ্টারে করে অগ্নিদগ্ধদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে ১০ জনের মতো শিশু রয়েছে।

রাজধানী মেক্সিকো সিটির উত্তরাঞ্চলে তুলটেপেক শহরে অবস্থিত অনুমোদনবিহীন আতশবাজি তৈরির কারখানাটিতে কেন ওই বিস্ফোরণ ঘটলো তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্ফোরণে কারখানার চারটি ভবন নিশ্চিহ্ন হয়ে গেছে। এতে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

আন্তর্জাতিক ডেস্ক, ক্রাইম ওয়াচ।

ThemesBazar.Com

     এই বিভাগের আরো খবর