,

ThemesBazar.Com

মাদক বিরোধী অভিযানে সাতক্ষীরায় অস্ত্র,গুলি,ইয়াবা ও ফেন্সিডিলসহ ৪৭ জন আটক

সাতক্ষীরায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯ মাদক মামলার আসামী ও ৯ জামায়াত কর্মীসহ ৪৭ জনকে আটক করা হয়েছে।

বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পযর্ন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে একটি ওয়ানশুটার গান, ১ রাউন্ড গুলি, ৮২ পিচ ইয়াবা ও ৪৩ বোতল ফেন্সিডিলসহ বেশ কিছু মাদক দ্রব্য।

এসময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ৯টি মামলা দায়ের করা হয়েছে।

দুপুরে আটককৃতদের আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জেলার আট থানা থেকেআটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন, কলারোয়া থানা থেকে ৫ জন, তালা থানা থেকে ৪ জন, কালিগঞ্জ থানা থেকে ৮ জন, শ্যামনগর থানা থেকে ৭ জন, আশাশুনি থানা থেকে ৫ জন, দেবহাটা থানা থেকে ১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৫ জনকে আটক করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

 

  • শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ।

ThemesBazar.Com

     এই বিভাগের আরো খবর