,

ThemesBazar.Com
ফাইল ছবি

নওগাঁয় ট্রাক্টরের চাপায় বাবা ও মেয়ের মৃত্যু

নওগাঁর মান্দা উপজেলার ফেরীঘাট-নিয়ামতপুর সড়কে ঘাটপুর মধ্যপাড়া এলাকায় ট্রাকটরের চাপায় একই সাথে আজিজুল হক (২৭) ও তাছফিহা (৩) নামে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (৩ জুলাই) বিকেল পৌনে ৫ টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা সিএনজি চালিত একটি অটো রিকশার যাত্রী ছিলো। নিহতদের বাড়ি নিয়ামতপুর উপজেলার বামইন যুগীবাড়ি গ্রামে।

 

স্থানীয়রা জানান, বিকেলে আজিজুল মেয়েকে নিয়ে একটি সিএনজিযোগে মান্দা থেকে বাড়ি ফিরছিলেন। পথে ঘাটপুর মধ্যপাড়া এলাকায় সড়ক দূর্ঘটনার শিকার হোন। বিপরীত দিক থেকে এসে চালক নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটর নিয়ে সিএনজিটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান আজিজুল ও তার মেয়ে তাছফিহা।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতদের মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে। একইসাথে ট্রাকটর ও দূর্ঘটনাকবলিত সিএনজি জব্দ করে থানায় নেয়া হচ্ছে।

এ ঘটনায় মান্দা থানায় একটি মামলা দায়ের করা হবে জানান পরিদর্শক মাহবুব আলম।

সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি।

ThemesBazar.Com

     এই বিভাগের আরো খবর