,

ThemesBazar.Com

কলারোয়া সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থাকে বিজিবি দুই ভারতীয় নাগরিককে আটক করেছে ।

রবিবার সন্ধ্যায় উপজেলার কেঁড়াগাছি সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- ভারতের নদিয়া জেলার অর্জুনি থানার পুষ্পনগর গ্রামের তাপস ঘোরামির স্ত্রী আমেলা ঘোরামি (৩৮) ও উত্তর ২৪পরগণা জেলার কড়েয়া কদম্বগাছি গ্রামের মৃত শিবা চরণ মন্ডলের পুত্র প্রসাদ মন্ডল (৩৮)।

তলুইগাছা বিওপির নায়েক আবুল হোসেন জানান অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কেঁড়াগাছির ১৩/৩এসএর ২আরবি সীমান্ত এলাকা থেকে বিজিবি তাদেরকে আটক করে তাদেরকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়।

শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ।

ThemesBazar.Com

     এই বিভাগের আরো খবর