,

ThemesBazar.Com

অস্ত্র,গুলি ও মাদকসহ সাতক্ষীরায় মাদকবিরোধী অভিযানে ৬৮ জন আটক

সাতক্ষীরায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২ মাদক মামলার আসামি ও জামায়াতের ৫ নেতাকর্মীসহ ৬৮ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে একটি শুটার গান, ২ রাউন্ড গুলি ও ৩২৫ পিস ইয়াবাসহ বেশ কিছু মাদকদ্রব্য।

 

এসময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ৮ টি মামলা দায়ের করা হয়েছে।আটককৃতদের দুপুুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার আট থানা থেকে আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ২০ জন, কলারোয়া থানা থেকে ৭জন, তালা থানায় থেকে ৬ জন, কালিগঞ্জ থানায় থেকে ১২ জন, শ্যামনগর থানা থেকে ৯ জন, আশাশুনি থানায় থেকে ৯ জন, দেবহাটা থানায় থেকে ১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে আটক করা হয়েছে।

 

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ মামলা বিভিন্ন ধরনের অভিযোগে রয়েছে।

 

শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ।

ThemesBazar.Com

     এই বিভাগের আরো খবর